News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

যৌতুকের জন্যই খুন হন মিম! আদালতে মামলা করলেন বাবা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:২৪ পিএম যৌতুকের জন্যই খুন হন মিম! আদালতে মামলা করলেন বাবা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য আয়েশা আক্তার মিম (২৪) নামে এক নারীকে হত্যার ঘটনায় আদালতে মামলা করেছেন বাবা।

বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করেন নিহত আয়েশা আক্তার মিম (২৪) এর বাবা মো. আবুল বাশার (৫৭) 

মামলা তিনি উল্লেখ করেন,  বিয়ের পর থেকেই আমার মেয়ে মিমের শাশুড়ী মমতাজ (৫০) ও ননদ রাজিয়া (২৫) যৌতুকের জন্য বেদম মারধর করতো। এরই প্রেক্ষিতে গত ১৪ মে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে আমার মেয়েকে মারধর করে তাহার শিশু সন্তানদের রেখে আমার বাড়ীতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমি মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে মেয়েকে বুঝিয়ে পুনরায় ওই দিনই বিকাল বেলা তার স্বামীর বাড়ীতে পাঠিয়ে দেই। এরপর দিনই খবর পাই আমার মেয়েকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে নীলাফুলা জখম করে। এসময় ১নং আসামী মুকুল হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাহার বুক বরাবর স্বজোরে আঘাত করে থেতলে দেয়। 

মামলায় আরও উল্লেখ করা হয় ২নং আসামি  রাজিয়া মিমের তলপেটে এলোপাথারী লাথি মারলে রক্তক্ষরন হয়। তখন ৩নং আসামী শহিদুল্লা তার হাতে থাকা কাঠের ডাসা দিয় বাম পাজারে স্বজোরে আঘাত করে ফ্লোরের ফেলে দেয়। আসামিদের আঘাতে আমার মেয়ে ফ্লোরে পড়ে যায় পরে ৪নং আসামি মমতাজ বেগম চুলের মুঠি ধরিয়া টানা হেছড়া করে। 

মামলায় আরও উল্লেখ করা হয়, ১নং আসামী মুকুল হোসেন আমার মেয়ে মিমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

Islam's Group