News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আন্দোলনে শহীদ পরিবারের পাশে তারেক রহমানের পক্ষে অনুদান নিয়ে আজাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৭:৫৩ পিএম আন্দোলনে শহীদ পরিবারের পাশে তারেক রহমানের পক্ষে অনুদান নিয়ে আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার পরিবারের কাছে অনুদান তুলে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের উদ্যোগে ওই অনুদান দেওয়া হয়।

২২ মে আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মতিন উপস্থিত থেকে আরমান মোল্লার পরিবারকে নগদ ১ লাখ টাকা প্রদান করেন।

এছাড়া ভবিষ্যতে এ পরিবারের পাশে থাকবেন আজাদ এমন ঘোষণা দেন মতিন। এছাড়া আজাদ পরিবারের২ ছেলে এবং ২ মেয়ের লেখাপড়া ও অন্যান্যের দায়িত্ব নেন তিনি। তাঁদের এ উদ্যোগ ও ঘোষণায় আরমান মোল্লার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৪ সালের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সামনে চলছিল ছাত্র-জনতার শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের সঙ্গে অংশ নিয়েছিলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া নয়াপাড়ার বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লা ওরফে নাহিদ।

আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এই অকুতোভয় যুবক। আরমান মোল্লা জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন।

এর আগেও বজ্রপাতে নিহত পরিবারের বাড়িতে যান আজাদ। তিনি পরিবারকে সান্তনা দেন এবং দায়িত্ব গ্রহণ করেন।

Islam's Group