News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১০:৩২ পিএম রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সৈকত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল ২ নস্বর সেক্টর ডেসকো অফিসের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, তার বন্ধুরা বিষ খাইয়ে পরিকল্পিতভাবে সৈকতকে হত্যা করেছে।

নিহত সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নং সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার ভোরে পূর্বাচল ২ নম্বর সেক্টর এলাকায় ডেসকোর  বিদ্যুতের তার চুরি করতে যায় সৈকত ও তার সহযোগীরা। এসময় বিদ্যুতের খুটির উপরে উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সৈকত। পরে তার সহযোগীরা গুরুতর অবস্থায় সৈকতকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নিহত সৈকতের পরিবার। সেখানে তার পরিবারের সদস্যরা দাবী করেন, সৈকতের বন্ধুরা ডেকে নিয়ে তাকে হত্যা করেছে।

নিহত সৈকতের বাবা মোস্তফা মিয়ার বলেন, আমার ছেলেকে রাতে  বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওর বন্ধুরা। সকালে শুনি হাসপাতালে সৈকতের লাশ। নাকমুখ দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে সৈকতকে হত্যা করেছে।

এই বিষয়ে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Islam's Group