News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সকল দলের প্রধানকে ডেকে কথা বলার আহবান নূরের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১০:৪৫ পিএম সকল দলের প্রধানকে ডেকে কথা বলার আহবান নূরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের  আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয়নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তারা যে বিভ্রান্ত ছড়িয়েছে যে ড. ইউনুস পদত্যাগ করবেন। তারা অল্প বয়সে নেতা হয় আইন শৃংখলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও। এ ধরনের যেই নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদেরকে প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন। 

শুক্রবার ২৩ মে বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায়  রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিদ গণ সমাবেশে দলটির সভাপতি, সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন। 

তিনি প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেন, দেশ চালাতে যদি আপনার কোন সমস্যা মনে হয় আপনি সকল দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবো।

ডাকসুর সাবেক এই ভিপি উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, বিভিন্ন রাজনীতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারনে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা উপদেষ্টা আসিফ ইশরাককে বসতে দিবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয় আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয় তাহলে বিএনপিতো তা মেনে নিবে না। যার ফলে ঢাকা গত কয়েকদিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারনে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

নূর বলেন, জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধ ভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে সাথে সাথে চিকিৎসা সেবা না দিয়ে  ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর কারন কি।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন অনেকে।

Islam's Group