বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪মে বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরো অনেকে।
প্রধান বক্তা মাহমুদুর রহমান সুমন বলেন, ৩১ দফা শুধু বিএনপির না এই ৩১ দফা বাংলাদেশের সমস্যার সমাধানের দফা ভবিষ্যতের উন্নয়নের দফা, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর দফা।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যমুনায় বাংলাদেশের সমস্যার সমাধান হবেনা। ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে হলে প্রধান উপদেষ্টাকে ফিরোজার দিকে নজর দিতে হবে। বাংলাদেশের মানুষ ১৫ বছর নির্বাচন নির্বাচন করে জীবন দিয়েছে। নির্বাচনই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, ৩১ দফা আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে তার সমস্ত কিছু আছে। আমাদের দরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার। প্রফেসর ইউনুসের সরকারকে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দিব। এর মধ্যে বিএনপি কোন বড় আন্দোলনে যাবেনা। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপন করে ক্ষমতায় থাকতে চায় তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। কোন ছাড় দিবনা। এদেশের আগামীর দিনের রূপরেখা নিবে গণতান্ত্রিক সরকার।
আপনার মতামত লিখুন :