News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার-৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৭:৩৭ পিএম সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান রায়হান (১৪) নামের এক কিশোর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ২৩মে গভীর রাতে আসামিদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলো: গোদনাইল এলাকার সামাদের ছেলে হৃদয় (৩০),একই এলাকার মো. ফারুকের ছেলে সাব্বির (১৮) , নোয়াখালী জেলার মনির হোসেনের ছেলে আল-আমিন (২০), কদমতলী কাশেমপাড়ার দুলালের ছেলে মো. আতিক (২২)।

এরআগে ছেলে হত্যার অভিযোগে শুক্রবার রাতেই নিহতের পিতা শামীম খান ৮ জন কিশোর গ্যাং সদস্যের নাম উল্লেখ করে এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি রেখে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি বলেন, ঘটনার কয়েকঘন্টা পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

প্রসঙ্গত, শুক্রবার রাত ১০ টার সময়ে পূর্বের দ্বন্দ্বের জেরে নিহতকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় ও পুলিশের ভাষ্য,নিহত কিশোরের সঙ্গে একই এলাকার গ্রেফতারকৃত আসামিসহ তাদের সহযোগীদের সঙ্গে চর-থাপ্পড়কে কেন্দ্র করে দ্বন্দ্ব সৃষ্টি হয়। উভয় গ্রুপ কিশোর গ্যাং হিসেবে এলাকায় পরিচিত। ওই দ্বন্দ্বের জেরে ধরে সৃষ্টি হওয়া ঝামেলার সমঝতায় গতকাল উভয়ে বৈঠকে বসে। বৈঠকের মধ্যেই কথা-কাটাকাটি হলে নিহত কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পরবর্তীতে গুরতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Islam's Group