খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার ২৪ মে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। হাসপাতালে রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অবৈধ কার্যক্রমে লিপ্ত থাকায় তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত।
পরে তাকে তাকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার অধীনে ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তাকে হাসপাতালে বা আশপাশের এলাকায় দেখা গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
আপনার মতামত লিখুন :