নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারো ডাকাতির দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার ২২মে রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া এলাকায় আলমের মালিকানাধীন একটি মুড়ির মিলে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১টার দিকে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল দরজা ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ২টি মটর, ৫টি মোবাইলসহ অন্যনা মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত)সাইফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বেশি কিছু নিতে পারেনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে আড়াইহাজারে রামচন্দ্রদী গ্রামে ৩ বাড়িতে ডাকাতি হয়। এই সকল ডাকাতির ঘটনায় কোন ডাকাত গ্রেফতার বা মালামাল উদ্ধার নেই।
আপনার মতামত লিখুন :