News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের লাঠি মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৭:৪৬ পিএম চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের লাঠি মিছিল

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদাবাজ ঠেকাতে লাঠি মিছিল করেছে হোসিয়ারি পল্লীর ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকার ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে এই কর্মসূচি পালন করে।

শনিবার বেলা ১২ টায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে এই মিছিল বের করেন ব্যবসায়ীরা। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসুচি শেষ হয়।

পথসভায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সকল ব্যবসায়ীদের একত্রিত করে লাঠি মিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয় না। তাই আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও প্রতিহত করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পন্য কেনাবেচা হয়। এখানেই হোসিয়ারি মালিকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি হোসিয়ারি শ্রমিকরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। আমরা প্রশাসনকে বলবো আপনারা সক্রিয় হন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবসায়ীরা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করবে না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোন সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে এমন কোন ঘটনার প্রমান পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হচ্ছে। উনারা লাঠি মিছিল করলেও তাদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।

Islam's Group