News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাকাত সর্দার নাকবোচা হালিম গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৮:৪৬ পিএম ডাকাত সর্দার নাকবোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বেঁধে ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিম গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার ২৩মে সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা হতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর ফতুল্লার সস্তাপুর গাবতলার মোড় এলাকায় ব্যবসায়ী রেজাউল করিমের বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতিতে নেতৃত্ব দেন গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার হালিম। সেসময় ভুক্তভোগী ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার ডাকাতি করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত দলের প্রধান। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২২টি মামলা রয়েছে।

সিও আরও বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে এই অপরাধী ফতুল্লায় গঠিত ডাকাতির কথা স্বীকার করেছেন। তাদের ৭ জনের একটি সংঘবদ্ধ দল ঘটনা সংঘটিত করে। গ্রেফতারকৃত হালিম ২০১২ সাল হতে এখন পর্যন্ত মোট ১৫টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন। তার দলের সদস্যদের মধ্যে নিজের ছোট ভাইও রয়েছে। বড়গুনা জেলার বাসিন্দা হলেও দেশের বিভিন্ন প্রান্তে ডাকাতি করাই তার মূল পেশা। উক্ত ঘটনার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Islam's Group