নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় বাধা দেওয়ায় ১০-১২জনকে কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার চেষ্টা করছে উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু। তার নেতৃত্বে শুক্রবার দুপুরে ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। বাধা দেয়ায় পোনাবো গ্রামের বাসিন্দা মুনসুর আলীর ছেলে ইসমাইল হোসেন (৪০) কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নারীসহ আরো ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ছাত্রদল নেতা রাজিব (৩৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়।
ছাত্রদল নেতা রাজিব জানান, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর ছোট ভাই মর্তুজাবাদ গ্রামের মঞ্জুর হোসেনের ছোট ছেলে, কালী গ্রামের কাউছার, তাদের সহযোগি বাদশা, শান্ত, ফারুক, ইমরানসহ ৫০-৬০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু জানান, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছি। হামলার ঘটনাটি আমার জানা নেই। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হোক।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ব্যাপারে রাজিব মিয়া বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :