News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ‌র‍্যালি ও আলোচনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:১২ পিএম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ‌র‍্যালি ও আলোচনা সভা

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে নারায়ণগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫  উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ আগস্ট সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আড়াই হাজার উপজে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা  বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. রাজিউর রহমান ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  ডা.সুমাইয়া ইয়াকুব প্রমুখ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেল্যান্স এম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোরশেদুল ইসলাম খান। সার্বিক তত্তাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।।

এসময় বক্তরা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একজন মায়ের বুকের দুধ খাওয়া শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে। পাশাপাশি এসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকে। শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনবদ্য।

আলোচনা পূর্ব সময়ে একটি বর্ণাঢ্য র‍্যালি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে জেলা পুলিশ সুপার কার্য়ালয় হয়ে সিভিল সার্জন কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

Islam's Group