News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

রূপগঞ্জে দেশীয় পিস্তল উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৪৫ পিএম রূপগঞ্জে দেশীয় পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট উপজেলার গোলাকান্দাইল বাঘমোড়ছা এলাকায় লাবলু খানের ভাড়া বাসায় এ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

লাবলু খানের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উক্ত অভিযানটি পরিচালিত করে বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ৫নং ক্যানেলে ঘটে যাওয়া মারামারিতে লাবলু খানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। দুপুরে তার স্ত্রী পারভীনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাসায় ঢুকে অস্ত্রটি উদ্ধার করে। পারভীন জানান, অস্ত্রটি তার স্বামী গতকাল রাতে বাসায় রেখে পালিয়ে যায়। একই সময়ে পারভীন লাবলুর অন্যায়ের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Islam's Group