News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ডেঙ্গু কিট ও গর্ভবর্তী মায়েদের জন্য ট্যাবলেট প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:১১ পিএম ডেঙ্গু কিট ও গর্ভবর্তী মায়েদের জন্য ট্যাবলেট প্রদান

নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসাতালে আগত ডেঙ্গু রোগিদের জন্য দুই হাজার ডেঙ্গু কিট সরবরাহ করা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জের আওতাধীন নিবন্ধিত গর্ভবতী মহিলাদের জন্য ১ লক্ষ আয়রন ট্যাবলেট দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কিট ও ট্যাবলেট সরবরাহ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত ১৯ আগস্ট আমাদের কাছে দুটি আবেদন আসে। একটি আবেদনে নারায়ণগঞ্জের নিবন্ধিত ১৫ হাজার ২৬৭ জন গর্ভবতী মায়েদের আয়রন ট্যাবলেট সংকটের কথা বলা হয়। এমনিতে আমাদের দেশের মায়েদের রক্তশূন্যতা দেখা দেয়। আমাদের মায়েরা যদি সুস্থ বাচ্চা আনতে পারলে আমাদের সুস্থ জাতি গঠন করতে পারবো। আর তাই আমরা এই আবেদনের প্রেক্ষিতে সবচেয়ে ভালো কোয়ালিটির মেডিসিন সরবরাহ করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, আরেকটি আবেদনে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসাতালের সুপার আমাদের কাছে কিটের আবেদন করেছিলেন। এর আগেও আমরা ডেঙ্গু কিট দিয়েছিলাম। এর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পয়েছে। ফলে ডেঙ্গু টেস্ট করার জন্য যে পরিমাণ কিটের চাহিদার দরকার সে পরিমাণ নেই। আমরা চাই না যেন কেউ চিকিৎসার অভাবে অকালেই প্রাণ হারাক। আর তাই আমরা দ্রুত ডেঙ্গু কিট সরবরাহ করার চেষ্টা করি।

এসময় উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসাতালের তত্তাবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Islam's Group