বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পিংকি (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দরের মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন পিংকি বন্দর ২১নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার নূর হোসেন মিয়ার ছেলে এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের ৯নং যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার ২৮ আগস্ট সন্ধ্যায় ছালেহনগর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। পরে বন্দর থানার দায়েরকৃত ৭(৪)২৩ নং মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন। তিনি জানান, মেরাজ হত্যা মামলায় তার নামে চার্জশীট হয়েছে। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা এসেছে। আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ এপ্রিল সন্ধ্যা সোয়া ছয়টার মেরাজুল ইসলাম (২৮) বন্দর রূপালি এলাকায় খুন হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শাহীন মিয়ার ভাতিজা সোয়েব ও রবিন এবং কাউন্সিলরের ঘনিষ্ঠ সালেহনগর এলাকার সন্ত্রাসী পিংকি, বাবু, মানিক, রানা ও নাদিমসহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মেরাজ ও তার বন্ধু আল আমিনের ওপর পূর্বশত্রুতার জের ধরে হামলায় চালায়। এ সময় হামলাকারীরা মেরাজ ও আল আমিনকে কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেরাজের মৃত্যু হয়। এ খবর এলাকায় পৌঁছলে মেরাজের সমর্থকরা ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরসহ সালেহনগর এলাকার কয়েকটি বাড়ি ভাঙচুর করে।
ঘটনার পর ২০২৩ সালের ৫ এপ্রিল মেরাজের মা নাছরীন বাদী হয়ে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়া সহ ১৪ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করা হয়।
মামলার অপর আসামিরা হলেন বন্দরের চিনারদী এলাকার শাহ্ আলমের ছেলে আকিব হাসান রাজু ওরফে বা চুইল্লা রাজু (৩৪), সোহেব ওরুফে সৌরভ (২৮), সাখাওয়াত হোসেন পিংকি (৩৮), বাবু (৪৫), ফয়সাল ওরুফে রবিন (৩০), মো. কাজল প্রধান (৪৮), মাসুদ ওরুফে মাইচ্ছা (৪৮), মানিক (৩৫), স্বপন (৪৮), আব্দুর রব (৫৫), বিল্লাল হোসেন বিল্লু (৩৩), রানা ওরুফে কাইল্লা রানা (৩২), নাদিম (৩৭)।
আপনার মতামত লিখুন :