বীর মুক্তিযোদ্ধাদের অপমান, লাঞ্ছনা ও গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রতিবাদ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে, মিছিলকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি।
শুক্রবার ২৯ আগস্ট দুপুরে মহাসড়কের মদনপুর অংশে মোটরসাইকেলযোগে মিছিলটি করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক প্যাজে মিছিলের একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে প্রতিবাদ মিছিল সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবগত নয় বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগে আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় ১০-১৩ টি মোটরসাইকেলযোগে অন্তত ২৫ জন তরুণ-যুবক অন্তর্বর্তী সরকারের প্রধান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
স্লোগানে তাদের বলতে শোনা গেছে,"বাংলাদেশের মাটি শেখ হাসিনার ঘাঁটি,শেখ হাসিনা বীরেরবেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই,ইউনূস তুই রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়,২৪ এর রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়"।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, মিছিলটি মদনপুর এলাকায় করেছে।এটা পড়েছে বন্দর থানা এলাকায়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী,আমরা মিছিল সম্পর্কে কোনো তথ্য পাইনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মিছিল সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি, খোঁজ নেওয়া লাগবে।
বক্তব্যের জন্য নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমামকে একাধিকবার ফোন করা সত্বেও তিনি কল রিসিভ করেনি।
আপনার মতামত লিখুন :