আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই যুবক সাবিদ হোসেন (২০)কে আটক করেছে পুলিশ। তবে সাবিদের কাছ থেকে সেই অস্ত্রটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি। গ্রেপ্তারকৃত সাবিদ উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম দর্পনের ছেলে। সাবিদ স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপর সর্বত্র আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার ২৮ আগস্ট রাতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদ হোসেনকে আটক করে। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি।
পুলিশকে দেওয়া সাবিদের দেয়া মতে, ভিডিওতে দেখানো অস্ত্রটি তার নয়। ঢাকা থেকে তার দুজন বন্ধু এসেছিলো, মূলত অস্ত্রটি তাদের। কৌতুহলবশত সে অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেছিলো। তার অপর আরেক বন্ধু ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়।
ওসি জানান, আটক সাবিদের তথ্যমতে ওই দুই বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের আটক করতে পারলে অস্ত্রটি উদ্ধার সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :