News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে লিজকৃত সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৬:৫৯ পিএম সোনারগাঁয়ে লিজকৃত সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লিজকৃত সরকারী জায়গার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সাবেক সাংসদ রেজাউল করিমের ভাই বজলুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে। 

গত শুক্রবার সকালে জামপুর ইউনিয়নের বস্তুল এলাকার এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন রেলওয়ের জায়গা হতে সরকারি গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, সাবেক সাংসদ রেজাউল করিমের ভাই বজলুর রহমান এর নির্দেশে হোসেন নামের এক ব্যক্তি এ সরকারি গাছ কেটে নিচ্ছেন। পরে তিনি এ গাছ মোটা অংকের বিনিময়ে স-মিলে বিক্রি করে দেয়।

সরকারি গাছ কাটার কথা শুনে তালতলা পুলিশ ফাড়ি ঘটনা স্থলে পৌছালে পুলিশ দেখে হোসেন সহ অন্যরা পালিয়ে যায়। 

এ বিষয়ে জানতে হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বজলুর রহমানের কোম্পানিতে নিয়োজিত রোমান জানান, আমি সরকারি গাছ কাটতে হোসেনকে মানা করে দিয়েছি, তার পরও তিনি কার অনুমতিতে কাটছে আমার বোধগম্য নয়। বজলুর রহমান এবং আপনার নির্দেশে গাছ কাটা হচ্ছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো বললাম আমি আগেই তাকে কাটতে বলেছিলাম পরে তাকে মানা করে দিয়েছি,পারলে তাকে ধরে পুলিশে দিয়ে দেন,আর আপনার যা মনচায় আপনি পেপারে লিখতে পারেন।

এবিষয়ে বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ পৌছালে পুলিশ দেখে তারা পালিয়ে যায়, বর্তমানে গাছ কাটা বন্ধ আছে।

Islam's Group