News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ভিপি নুরের উপর হামলা : সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:৫০ পিএম ভিপি নুরের উপর হামলা : সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শনিবার ৩০ আগস্ট রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবরোধ করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক মহিবুল্লাহ প্রধান, যুবশক্তির নেতা জাহিদুল হক বাধন সহ ছাত্রঅধিকার পরিষদ ও যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অবরোধ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর ফের হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষাভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে কাচঁপুর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ফের রাজপথ অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানি বলেন, আন্দোলনকারীদের গিয়ে আমরা বুঝিয়ে বলাতে তারা রাস্তা ছেড়ে আন্দোলন তুলে নিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

Islam's Group