News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ফতুল্লায় বিদ্যুৎপৃষ্টে মা মেয়ের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:৫৪ পিএম ফতুল্লায় বিদ্যুৎপৃষ্টে মা মেয়ের মৃত্যু

ফতুল্লায় বিদ্যুস্পৃস্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ি এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া(২২)। 

ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ি এলাকায়।

স্থানীয়রা জানায়,  বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য  মটর লাগিয়েছিলো। শনিবার রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের বিদ্যুত দিয়ে  সেই মটর চালু করতে যায় নিহত রোকছানা বেগম। মোটরে হাত দেওয়া মাত্র তখন বিদ্যুতায়িত হয় রোকছানা বেগম। বিষয়টি বুজতে পেরে মাকে বাচাঁতে এগিয়ে আসে মেয়ে লামিয়া। তখন সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের কে উদ্ধার করে শহরের খানপুর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের কে মৃত্যু ঘোষণা করে। মা-মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Islam's Group