News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বন্দর নির্বাচনী সীমানা পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:৩৮ পিএম বন্দর নির্বাচনী সীমানা পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) সীমানা পরিবর্তনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ  আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তারা বলছেন, একই এলাকায় দুজন সংসদ সদস্য থাকলে দাপ্তরিক কাজ থেকে শুরু করে নানা কাজে ঝামেলার সৃষ্টি হবে। তাই আগের আসন পুনর্বহালের দাবি তাদের। 

শনিবার বন্দর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের নতুন সীমানার খসড়া প্রস্তাবের  প্রতিবাদ জানান কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা সাগর।  

তিনি বলেন,‘বন্দরকে দুই ভাগ করা উচিত হবে না। এখানে বিগত সময়ে একজন এমপি ছিলেন। এখন দুজন এমপি হলে মানুষের  ভোগান্তি ও অসুবিধা বাড়বে।

তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক জিয়ার অঙ্গিকার  চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ । দল তাকে মনোনয়ন দিলে তার প্রথম কাজ হবে  নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা।

Islam's Group