গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশত নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।
৩০ আগস্ট শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা স্পষ্টতই অপরাধের পর্যায়ে পড়ে। গত ক্ষমতাসীন আওয়ামী শাসনামলেও আমরা দেখেছি, নৃশংস এবং বর্বরোচিত ভাবে বিরোধীমত দমন করা হয়েছে। গত ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের মধ্য দিয়ে এই নৃশংসতা এবং বর্বরোচিত হামলার অবসান ঘটেছে। গণঅভ্যুত্থান পরর্বতী বাংলাদেশে এই ধরনের হামলা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। এই হামলা আমরা গভীরভাবে উৎকন্ঠিত এবং আতঙ্কিত করে। এবং পরিস্কার ভাবে বলি, এই ধরনের হামলা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সাথে সাংঘর্ষিক।
তিনি আরো বলেন, নুরুল হক নুরের উপর হামলা জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। কেবল নূরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষার ওপরেও আঘাত করে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। দ্রুত তদন্ত কমিটি গঠন করে হামলাকারীদের চিহ্নিত করা, পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্য অনুসন্ধান করা এবং ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। কেননা ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গিকার।
আপনার মতামত লিখুন :