News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ফতুল্লা থানা বিএনপির তিন নেতাকে অব্যাহতি প্রসঙ্গ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:৫৭ পিএম ফতুল্লা থানা বিএনপির তিন নেতাকে অব্যাহতি প্রসঙ্গ

অধ্যাপক খোন্দকার মনিরুল ইসলাম (সাবেক সভাপতি ফতুল্লা থানা বিএনপি) : ১৩ জুন ২০২৩ ফতুল্লা থানা বিএনপির কমিটি সেই সময়ের জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সেই সময়ের সদস্য সচিব গোলাম ফারুক খোকন দ্বি-বার্ষিক কাউন্সিল এর মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছিলেন। সেই কমিটির বয়স এখন ২৬ মাস হতে চলেছে।

আমি দীর্ঘ ২০০২ সন থেকে ২০১০ সাল পর্যন্ত ফতুল্লা থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি এমন কি সেই সময়ে সংগঠিত ওয়ান ইলেভেন কমিটির সবাই এবং যুব দল ছাত্রদল সবাইকে সাথে নিয়ে কৃতিত্বের সাথেই এই ওয়ান ইলেভেন পার করে তার পর জাতীয় সংসদের অনুষ্ঠিতব্য নির্বাচন ও পরিচালনা করেছি।

দীর্ঘ নয় বছর আমি সভাপতি ও মনিরুল আলম সেন্টু সেক্রেটারীর দায়িত্ব পালন করেছিলাম খুব ভালোভাবেই। আমরা একটি পরিবার এর মত ছিলাম। একে অপরের ভাই ছিলাম। বিপদ আপদে আমরা একাত্ম ঘোষণা করতাম। যাক সেই ইতিহাস পরে বলবো।

আজকের টপিকস বিএনপির ত্যাগী নেতাদের অব্যাহতি প্রসঙ্গে। ইতোপূর্বে ফেসবুকে দেখেছি পত্রিকায় ও দেখেছি কাশীপুর ইউনিয়নের সভাপতি জনাব মঈনুল হোসেন রতন, কুতুবপুর ইউনিয়নের সভাপতি জনাব বিল্লাল হোসেন এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী জনাব মাহবুবর রহমান সুমনকে অব্যাহতি দিয়েছেন?

আমার প্রশ্ন ফতুল্লা থানা বিএনপির বয়স দুই বছর দুই মাস চলমান অবস্থায় আছে? এর ভিতরে এই কমিটির সভাপতি বা সেক্রেটারী ফতুল্লা থানা নির্বাহী কমিটির সভা কয়টা করেছেন? আমার জানা মতে এই ২৬ মাসে আপনারা সভাপতি ও সেক্রেটারী একটাও নির্বাহী কমিটির সভা করেন নাই? আপনাদের জানা থাকা উচিত নির্বাহী কমিটির তিনটি সভায় নির্বাহী কোন দায়িত্ব (পদ প্রাপ্ত) কোন সদস্য যে কোন সদস্য-ই অনুপস্থিত থাকলে তাকে থানার দায়িত্ব প্রাপ্ত সভাপতি সেক্রেটারী আপনারা কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন? আপনারা তো এই ২৬ মাসে কোন নির্বাহী কমিটির সভাই করেন নাই?

বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এই দলে মতভেদ গ্রুপিং থাকতেই পারে? আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক এই দল এর মঙ্গলের জন্য এর মধ্যে গ্রুপিং বা মতভেদ দূর করতে কতদূর সচেষ্ট হয়েছেন? কোন চেষ্টাই করেন নাই আপনারা?

কয়টা মিটিং ডেকেছেন এই ব্যাপারে? একটাও না? এর দায় ভার কে নিবে?

ফতুল্লা থানা বিএনপির এই দুর্দশার জন্য আপনারা দুইজন সভাপতি ও সেক্রেটারী ম‚লত: দায়ী? আপনারা নির্বাহী কমিটির সভা ডাকলে এই সমস্যা হতো না? আর আপনাদের স্বদিচ্ছা থাকলে এই গ্রুপিং দূর করে সবাই এক হয়ে কাজ চালিয়ে যেতে পারতেন? দল দল এর মত চলতো। এর ব্যার্থতার দায় ভার আপনাদের দুইজনকেই নিতে হবে? আপনারা যাদের বিরুদ্ধে শোকজ এবং অব্যাহতি দিয়েছেন তা কতটুকু ঠিক করেছেন? শোকজ করতে পারেন কিন্তু অব্যাহতি দেওয়ার এখতিয়ার আপনাদের কে দিল? কোথায় কোন গঠনতন্ত্রে আছে অব্যাহতি থানার সভাপতি, সেক্রেটারী দিতে পারেন?

আর কাদের অব্যাহতি দিলেন আপনি? আপনাদের চাইতে তাদের দলের ত্যাগ নিশ্চয়ই বেশী ছাড়া কম নয়? ফতুল্লা থানা বিএনপির যে করুন অবস্থা এই গ্রুপিং এর জন্য আমি মনে করি আপনারা সভাপতি এবং সেক্রেটারী ই দায়ী?

ফতুল্লা থানা বিএনপির দীর্ঘ ১৯৯১ হতে ২০১০ পর্যন্ত যে ইমেজ ছিল তা আপনারা ভুলন্ঠিত করেছেন? এর দায় ভার আপনাদের কেই নিতে হবে কারণ আপনারা এখন দায়িত্বে আছেন এবং আপনাদের সময় ফতুল্লা থানা বিএনপির করুনদশা হয়েছে। বিএনপিতে অব্যাহতি বা বহিষ্কার কেন্দ্র থেকে হয়ে থাকে?

আপনারা সভাপতি বা সেক্রেটারী শুধু কেন্দ্রে অভিযোগ দায়ের করতে পারেন। কেন্দ্র যা করার ভালো মন্দ সব-ই করার এখতিয়ার আছে। এখন তো আপনাদের বিরুদ্ধে-ই অভিযোগ আসে যে আপনারা এই দীর্ঘ ২৬ মাসে ফতুল্লা থানা বিএনপির কোন নির্বাহী সভা করেন নাই?  এর দায় ভার কি ভাবে অস্বীকার করবেন? আগে নিজের কার্য্যক্রম পরিষ্কার রাখুন পরে অন্যদের দোষারোপ করলে মানান সই হয় এবং ভাল দেখায়?

Islam's Group