News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের সহযোগিতার আশ্বাস 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:৪০ পিএম সোনারগাঁয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের সহযোগিতার আশ্বাস 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

শনিবার ৩০ আগস্ট সকালে সোনারগাঁয়ের ঐতিহাসিক গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস প্রদান করেন। 

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন। 

গজারিয়া কলিমউল্লাহ কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবির, সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার, অ্যাডভোকেট আমির হোসেন, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি তুহিন মাহমুদ, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Islam's Group