নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় আল আমিন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৩০ আগস্ট সকালে তাকে শহরের মাসদাইর এলাকার পতেঙ্গার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, মাসদাইর এলাকার বাসিন্দা মো. বজলুর রহমানের কাছ থেকে ব্যবসার কথা বলে ১০ লাখ নেয়। টাকা নেয়ার সময় আল আমিন চুক্তিতে বলেছিলেন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ব্যবসার আয়-ব্যায়ের হিসেব বুঝিয়ে দিবেন। সেই সাথে টাকা ফেরত চাইলে তিনমাসের মধ্যে টাকা দিতে বাধ্য থাকবেন। কিন্তু টাকার নেয়ার পর আল আমিন আয়-ব্যায়ের কোনো হিসেব নিকেস দিচ্ছিলেন না। একই সাথে ব্যবসার লভ্যাংশও দিচ্ছিলেন না। আবার চুক্তি অনুযায়ী টাকাও ফেরত দিচ্ছিলেন না।
পরবর্তীতে মো. বজলুর রহমান আল আমিনের কাছে উকিল নোটিশ পাঠান। সেই সাথে উকিল নোটিসের প্রেেিক্ষতে আল আমিন লোকজনের মাধ্যমে বজলুর রহমানকে জানান টাকা পরিশোধ করে দিবেন। কিন্তু কয়েকমাস অতিবাহিত হওয়ার পর টাকা না দিয়ে বরং উল্টা টাকা না দেয়ার হুমকি দেন। এই ঘটনার প্রেক্ষিতে বজলুর রহমান বাধ্য হয়ে প্রতারণা মামলা করেন। সেই সাথে মামলার প্রেক্ষিতে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :