ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগপৎ আন্দোলনের চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।
নেতৃদ্বয় ২৬ অক্টোবর বাদ মাগরিব এক বিবৃতিতে বলেন, তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনীভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ অক্টোবর, সোমবার দেশের সকল জেলা শহরে বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে চাষাড়া শহীদ মিনারে সবাই উপস্থিত থাকবো।
আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে। এতেও যদি সরকারের বোধদয় না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির পথে হাটতে বাধ্য হবে জনতা।








































আপনার মতামত লিখুন :