News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৯:০৬ পিএম গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা সভা

২৬ অক্টোবর ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

২০২১ সালের এই দিনেই গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে গণঅধিকার পরিষদ  আজ বাংলাদেশের রাজনীতির মাঠে এক গুরুত্বপূর্ণ নাম।

গণঅধিকার পরিষদ চারটি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। "জনতার অধিকার, আমাদের অঙ্গীকার" এই স্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদ  তার কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের উদ্যোগে কেক কেটে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন মহানগরের নেতৃবৃন্দ।

দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূইয়া,সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল, সহ সভাপতি নুরুল আমিন নুরু, আল-আমিন, মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল্লাহ টিটু, আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক শাহীন হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক ভিপি আব্দুল্লাহ খান সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Islam's Group