News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

খানপুর হাসপাতালে মামুন মাহমুদের ডেঙ্গু কীট প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৯:৩৮ পিএম খানপুর হাসপাতালে মামুন মাহমুদের ডেঙ্গু কীট প্রদান

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু কীট প্রদান করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে নারায়গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ হাসপাতালে তত্তাবধায়ক ডা. মো. আবুল বাসারের হাতে এই কীট তুলে দেন।

এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সারাদেশে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ চলছে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও এটার ভয়াবহতা একটু বেশি। আমরা খোঁজ নিয়ে যখন জানতে পারলাম সরকারি হাসপাতালে ডেঙ্গু কীট অপ্রতুল। সেই বিবেচনায় আমরা স্থানীয় উদ্যোগে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে হাসপাতালে ডেঙ্গু কীট প্রদান করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষকে সেবা দেয়া আমাদের কর্তব্য। পাশাপাশি আমাদের বিত্তবানরা এগিয়ে আসলে নারায়ণগঞ্জের মানুষ পরিপূর্ণ সেবা পাবে। একই সাথে আমাদের চেষ্টা থাকবে হাসাপাতালকে পূর্ণাঙ্গ রুপ দেয়া। আগামী নির্বাচনে আমাদের দল যদি ক্ষমতায় আসে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপ দেয়ার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Islam's Group