News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

বন্দরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১০:৩১ পিএম বন্দরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে বন্দরে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে  জন-সচেতনতামূলক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেল ৫টায় বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায়  প্রধান অতিথি বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম সেবা বলেন, আমি বন্দর ও সোনারগাঁও উপজেলার দায়িত্বে যোগদান করে  মাদক, ইভটিজিং ও জুয়ার  বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য কিংবা যে কোন দলের ক্ষমতসসীন রাজনৈতিক ব্যাক্তিই হউক। এছাড়া মাদকের সাথে সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে।

তিনি মহিলাদের প্রতি ঈঙ্গিত করে বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য। তাই সমাজের বাল্য বিবাহ থেকে মা-বোনদের সচেতন হতে হবে।

ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ও বন্দর ২নং বিট পুলিশিং এর ইনচার্জ মাহামুদ এর সভাপতিত্বে ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বিএনপি নেতা আমজাদ হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় বন্দর থানার ওসি লিয়াকত আলী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা কন্যা সন্তান কিন্তু কারো জন্য কোন বোঝা নয়। তোমরা দেশের সম্পদ। তাই বিভ্রান্ত না হয়ে একটি নিদিষ্ট সময় পর্যন্ত লেখাপড়া করে শিক্ষিত হও। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে অর্থনীতির কান্ডারী করে তুলো। আমি বিশ্বাস করি তোমাদের হাত ধরেই একদিন বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চে চূড়ায়  পোঁছাবে। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হট লাইন নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

বিট পুলিশিং মতবিনিময় সভায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি,স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Islam's Group