News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

তালিমের নামে মহিলাদের নিয়ে হাতপাখার প্রচারণায় জরিমানা 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:১১ পিএম তালিমের নামে মহিলাদের নিয়ে হাতপাখার প্রচারণায় জরিমানা 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)  মনোনীত প্রার্থী গোলাম মসীহর বিরুদ্ধে গোপনে মহিলাদের নিয়ে তালিমের নামে নির্বাচনী প্রচারণা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১০ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার পৌরসভা সংলগ্ন পোদ্দার বাড়িতে কয়েকশ' মহিলাদের নিয়ে গোপনে নির্বাচনী প্রচারণা করেন। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট  সহকারী কমিশনার (ভুমি) ফাইরুজ তাসনিম ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেলে তাকে নির্বাচনী প্রচারণার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড করে। এমন কর্মকাণ্ড যেনো পরবর্তীতে না করে সে বিষয়ে সতর্ক করেন।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাবেক সৌদি রাষ্ট্রদূত ও জাতীয়পার্টি সাবেক প্রেসিডিয়াম সদস্য সদ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাত পাখা) গোলাম মসীহ তার পৌরসভার পোদ্দার বাড়িতে তার স্ত্রী বেগম ঝিনুকের নেতৃত্বে তালিমের নাম করে গোলাম মসীহ ছবি সম্বলিত লিফলেট দিয়ে নির্বাচনী প্রচারণা করছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী গোলাম মহীহ জানান, তার বাড়িতে ইসলামীক তালিম হচ্ছিলো। তবে তার স্ত্রী বেগম ঝিনুক ও স্থানীয় মরিয়ম নামের একজন নারী এ আয়োজন করেছিলো। কে বা কারা তার প্রচারপত্র বিলি করেছে তা জানা নেই।
এক পর্যায়ে তিনি বলেন অন্যান্য প্রার্থীরা প্রচারণা করলে কোনো দোষ নাই তিনি করলে কি দোষ।  
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) ফাইরুজ তাসনিম বলেন, গোপনে মহিলাদের নিয়ে নির্বাচনী প্রচারণা করছে এমন খবর পেয়ে ঘটনার সত্যতা পেয়ে ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group