News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

রূপসী খন্দকার বাড়ী বাইতুল আমান জামে মসজিদের পরিদর্শন তৈমূরের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:৫১ পিএম রূপসী খন্দকার বাড়ী বাইতুল আমান জামে মসজিদের পরিদর্শন তৈমূরের

রূপসী মডেল হাই স্কুল সংলগ্ন বড়ই তলা এলাকায় অবিস্থত রূপসী খন্দকার বাড়ী বাইতুল আমান জামে মসজিদের ১নং প্রকল্প পরিদর্শন করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও মোতয়াল্লী সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) মসজিদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই পরিদর্শন করেন। পরিদর্শন কালে ড. তৈমূর আলম খন্দকার বলেন, কর্ণগোপ ও রূপসী এলাকায় অত্র মসজিদের নামে ওয়াকফা ও ক্রয়কৃত সম্পত্তিতে পর্যায়ক্রমে জনকল্যান ও সেবা মূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। একই সাথে হযরত মুহাম্মদ (সা:) এর দর্শন মোতাবেক অসহায় অর্থ বিত্তহীন মানুষদের সাহায্যার্থে ব্যয় করা হবে।

তিনি আরো বলেন, মসজিদের নামে বিভিন্ন ব্যাংক একাউন্টে অর্থ গচ্ছিত না রেখে বিধি মোতাবেক আরো জমি ক্রয় করে জন কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group