News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

এমপি হলে বেতন সরকারি সুযোগ সুবিধা নেবেন না সিরাজুল মামুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৩৯ পিএম এমপি হলে বেতন সরকারি সুযোগ সুবিধা নেবেন না সিরাজুল মামুন

নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। আসন্ন নির্বাচনে জয়ী হলে সংসদ সদস্য হিসেবে কোনো ধরনের সরকারি বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও জনপ্রিয় ইংরেজি শিক্ষক এবিএম সিরাজুল মামুন।

সাংবাদিকদের সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরাজুল মামুন বলেন, রাজনীতি আমার কাছে ভোগের বস্তু নয়, বরং মানুষের সেবা করার একটি পবিত্র মাধ্যম। আমি যদি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে সরকার থেকে পাওয়া কোনো মাসিক বেতন আমি স্পর্শ করব না। এমনকি সরকারি বাড়ি বা গাড়ি ব্যবহারের মতো বিলাসবহুল কোনো সুবিধাও আমি নেব না।

তিনি আরও বলেন, একজন এমপির পেছনে রাষ্ট্রের যে বিপুল অর্থ ব্যয় হয়, আমি চাই সেই অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হোক। আমি সাধারণ মানুষের কাতারে থেকে আপনাদের দুঃখ-দুর্দশা দূর করতে চাই। আমার নিজের যা সামর্থ্য আছে, তা দিয়েই আমি জীবন অতিবাহিত করব এবং বাকিটা জনগণের জন্য উৎসর্গ করব।

সিরাজুল মামুনের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের ত্যাগী মানসিকতা বিরল। তাঁর এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের রাজনীতিবিদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও স্পষ্ট করেন যে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতেই তিনি এই সাহসী পদক্ষেপ নিয়েছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group