News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:১৬ পিএম কারা হেফাজতে আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু

নারায়ণগঞ্জে কারাবন্দি ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ন কবির(৫৫) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি সকালে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি প্রয়াত চান শরীফ সরদারের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান জানান, সোমবার রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group