বলিউড তারকা হৃতিক রোশনকে হুবহু নকল করার চেষ্টা করেন সাদ্দাম শিহাদ। বিভিন্ন চলচিত্রে হৃতিকের গানের তালে তালে নেচে বিভিন্ন সময়ে ভিডিও বানিয়ে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এরই মধ্যে ১০ জানুয়ারী হৃতিকের জন্মদিনে কেকে কেটেছেন সাদ্দাম। তার প্রত্যাশা আগামী জন্মদিনের আগেই তিনি হৃতিকের সঙ্গে দেখা করবেন। এবং সেই জন্মদিন একত্রে পালন করবেন।
মডেল সাদ্দাম হাব ২০১৪ সালে ফটোশুট এবং টিভি চ্যানেলগুলোর ফ্যাশনের মাধ্যমে যাত্রা শুরু করেন। ২০১৪ থেকে শুরু হলেও মাঝখানে বিরতি দিয়ে ফিরে এসেছেন আবারও। মাঝখানে জিমে গিয়ে মেদ ঝরিয়ে ঝরঝরে হয়ে ফিরে এসেছেন, নিজের জায়গা দখল করতে।
নতুনভাবে ফিরে আসার অনুপ্রেরণা দেয় হৃতিক’র ডান্স কাভার করেই। নেট দুনিয়ার নেটিজেনদের দৃষ্টি কাড়তে সক্ষম হন।
সাদ্দাম বলেন, হৃতিক রোশন আমার আইডল।আমি তাকে সবসময়ই ফলো করি। তার ড্যান্স থেকে শুরু করে হাটার স্টাইল সব কিছু। আমি হৃতিক রোশনের মতো ডান্স করার চেষ্টা করি। তবে সে একজন অনেক বড় মানুষ। তার মতো তো আমি পারবো না। তবে আমি তার কপি করার চেষ্টা করি। মানুষ আমাকে কত কিছু বলে এসব পাগলামি ভালো না। আমাকে নিয়ে অনেক ট্রল করে। তবে আমার বিশ্বাস কিছু মানুষের পিছু কথা রেখে। আমি আমার লক্ষ্যে পৌঁছে যাবো। আমি তাদের কথায় কান দেই না। আমার মতো করে আমি এগিয়ে যাচ্ছি। আমার ইচ্ছে কোন একদিন মুম্বাই হৃতিক রোশনের সঙ্গে দেখা করে। তার সঙ্গে আমি এক স্টেপ হলেও ড্যান্স করবো। কেননা যাকে আমি সবসময় ফলো করি। যাকে আমি আমার জীবনের আইডল মানি। তার সঙ্গে আমার জীবনের একবার হলেও দেখা করার ইচ্ছে আছে। আমি আগামী বছর তার জন্মদিনটা তার সঙ্গেই উদযাপন করতে চাই। আমি নারায়ণগঞ্জ থেকে খুব শীঘ্রই তার সঙ্গে দেখা করার জন্য বোম্বের পথে রওনা দিবো। আমার বিশ্বাস হৃতিক রোশন আমার ব্যাপারে জানলে তিনি আমাকে কখনো ফিরিয়ে দিবেন না।তিনি আমার সঙ্গে অবশ্যই দেখা করবে।








































আপনার মতামত লিখুন :