১৩জানুয়ারী নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন আলীরটেক ইউনিয়নবাসীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
তিনি বলেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বাসিন্দারা উন্নয়নের দিক থেকে অনেকটাই অবহেলিত, তাদের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নতি না হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায় হলো এ দুটি ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি না হওয়া। বুড়িগঙ্গা নদীর ওপারে হওয়ায় যাতায়াত ব্যবস্থায় তারা সবসময় অবহেলিত। শুধু তাই না বরং আইনশৃঙ্খলার ক্ষেত্রে তাদের এলাকা থেকে থানা বা প্রশাসনিক কাজে ও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আর এ সকল সমস্যাগুলো দেখতে চাইনা। এই দুই ইউনিয়নে যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে হলে একটি ব্রিজ অত্যন্ত প্রয়োজন।
তিনি আরো বলেন, আমরা আজ আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাদের সমস্যার কথাগুলো জানতে এসেছি আমরা কথা বা আশ্বাস দিচ্ছিনা বরং আমি নির্বাচিত হলে একটি ব্রিজ করার জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা ই করবো।

































আপনার মতামত লিখুন :