News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

নাগরিক অধিকার নিশ্চিত করতে ও জনস্বার্থে ভোট দিবেন ‍‍`কাস্তে‍‍`


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৯ পিএম নাগরিক অধিকার নিশ্চিত করতে ও জনস্বার্থে ভোট দিবেন ‍‍`কাস্তে‍‍`

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন 'কাস্তে' প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভোটের মাঠে। ব্যয়বহুল শোডাউন ও জাঁকজমক প্রচারের বদলে তিনি বেছে নিয়েছেন পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে যাওয়ার পথ। পাড়া-মহল্লায়, দোকানপাট, রাস্তা-ঘাট, শিল্প কারখানার গেইটে শ্রমজীবি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। 

গণসংযোগে কথা বলেছেন দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া শ্রমজীবি সাধারণ মানুষ, নারী ও ছাত্র, তরুণ, যুবদের সঙ্গে। শুনছেন শ্রমিকের ন্যায্য মজুরির অভাব, দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের সংকট ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও আকাঙ্খার কথা।

মঙ্গলবার (২৭জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফতুল্লা কায়েমপুর এলাকায় এ গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।

গণসংযোগে কাস্তে প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন বলেন, এই দেশ চলে শ্রমজীবি খেটে খাওয়া মানুষের শ্রমে-ঘামে কিন্তু গরীব মানুষের পক্ষে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেয়ার জায়গায় প্রতিনিধি নেই। তিনি গরীব মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে যেতে চান। নাগরিক অধিকার নিশ্চিত করতে ও জনস্বার্থে কাস্তে প্রতীকে ভোট চাইছেন।