News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

কুতুবপুরে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৫১ পিএম কুতুবপুরে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও থানা থেকে লুট হওয়া এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১১।

২৭ জানুয়ারী ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন উত্তর-পূর্ব শাহী মহল্লা নামক নিশ্চিতপুর এলাকার আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মোঃ রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে একটি লম্বা আকৃতির ব্যাগ উদ্ধার করে কর্তব্যরত র‍্যাব সদস্যরা।

উদ্ধারকৃত ব্যাগটির চেইন খুলে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।