News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ফতুল্লায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৯:০৭ পিএম ফতুল্লায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল নেতা ৷ বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ডের 'সুন্দরবন রেস্টুরেন্ট' এ তাকে পেয়ে পুলিশে খবর দেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন সাজ৷ পরে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায় ৷

ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন সাজ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কিছুদিন পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে ৷ এসব মিছিলের নেপথ্যে রিয়াজের ভূমিকা আছে বলে আমরা খবর পাচ্ছিলাম ৷ রিয়াজ ভূঁইগড়ে এসেছেন, এমন খবর পেয়ে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি ৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, 'ভূঁইগড় থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা সাইফউদ্দিন রিয়াজকে আটক করা হয়েছে ৷ তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা না থাকায় তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি ৷ ছাত্রলীগে তার পদবী ছিল কি না সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে ৷

Islam's Group