সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সু উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। একই সাথে তিনি ছাত্র-ছাত্রীদের জন্য উপহার হিসেবে চকলেট ও গাছের চারা বিতরণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১ টায় প্রায় ৩৫০ জন শিক্ষার্থীদের জন্য এই উপহার নিয়ে হাজির হন। আর তাকে দেখে শিক্ষার্থীরা উচ্ছ¡সিত হয়ে উঠেন। স্কুলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীরা আশেপাশ এলাকার বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের সন্তান। আর এসকল সুবিধাবঞ্চিত শিশুদের কারও স্কুল স্যু নেই যা জেলা প্রশাসক জানতে পারেন।
জেলা প্রশাসক এ বিষয়টি জানতে পেরে এসকল সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সু কিনে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
এসময় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বদ্ধ পরিকর।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগমসহ স্কুলের শিক্ষকমন্ডলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :