উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে চলতি ২০২৫ সালের জিনিয়াস বৃত্তি প্রকল্পের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জিনিয়াস ফাউন্ডেশনের এই বৃত্তি প্রকল্পে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই সাথে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনের সাথে সাথে শিক্ষার্থীরা এই রেজিষ্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করতে শুরু করেছেন।
নারায়ণগঞ্জ জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব অমিত হাসান, নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম নির্বাহী সদস্য আমজাদ হোসেন রাজু, রায়হান বিন রফিক, কামারুল ইসলাম ও আল হেলাল প্রমুখ।
নারায়ণগঞ্জ জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মো. ইসমাঈল হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরেই জিনিয়াস বৃত্তি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। গত আমাদের এই প্রকল্পে ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই বছর আমরা চাই এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না এই বৃত্তি প্রকল্পে অংশগ্রহণ করবে না। আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা নারায়গঞ্জকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে। শিল্পের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও যেন এগিয়ে যায়।
আপনার মতামত লিখুন :