নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার ছুড়া গুলিতে নিহত ব্যবসায়ী মামুন হত্যা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল। বৃহস্পতিবার ১০ জুলাই শরিয়াতপুর জেলার নড়িয়া থানাধীন পাঁচগাঁও কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম বাবু রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার মনজু এর ছেলে। সে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।
র্যাব-১১ এর সিপিএসপি এর স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী জাহিদুল ইসলাম বাবু (২৮)‘কে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৮ জুলাই হবিগঞ্জ জেলার শায়েস্তাখান থানাধীন রেলস্টেশন থেকে মামুন হত্যা মামলার ৩নং আসামি রাসেল ফকির(২৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল।
উল্লেখ্য, গত ১০ জুন বিকালে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। এলাকায় খোকাকে আটক করার খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় মামুন ভুঁইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভুঁইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে। এ হত্যার ঘটনায় নিহত মামুনের বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
এ ঘটনার পরপর ছাত্রদল সহ দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
আপনার মতামত লিখুন :