News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাগে জান্নাতে শিশু কল্যাণ ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১০:৫৮ পিএম বাগে জান্নাতে শিশু কল্যাণ ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন 

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বাগে জান্নাত মহল্লায় শিশু কল্যাণ ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। শুক্রবার ১১ জুলাই বিকেল সাড়ে ৫ টায় শিশু কল্যাণ স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত'র সভাপতি হারুনুর রশিদ বাবুল, সাধারণ সম্পাদক রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, রাজনীতিবিদ ও সংগঠক আনোয়ার হোসেন আনু, বাগে জান্নাত পঞ্চায়েত'র যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সদস্য আনিসুর রহমান, হাফেজ মুক্তার, শফিকুল ইসলাম সোহাগ, শিশু সংগঠক মাহাবুব হাসান জুলহাস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগে জান্নাত পঞ্চায়েত'র সাংগঠনিক সম্পাদক, ফুল পাখির আসরের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফারুক আহম্মদ রিপন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নিজেল, সবুজ, পুলক, রশিদ, রিপনের আয়োজনে টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশ নেয়। 

ব্রাদার্স কিং বনাম এসএফটির মধ্যে ৪০ মিনিটের উদ্বোধনী খেলাটি গোল শূণ্য ড্র হয়। প্রতি টিমে ৫ জন করে খেলোয়াড় অংশ নেয়।শিশু কল্যাণ ডিগবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হলো, ব্রাদার্স কিং, এসএফটি, মিশনপাড়া জুনিয়র বয়েস, চাষাড়া ব্রাদার্স এফসি, ভোরের সঙ্গী, তল্লা ওয়ারির্স এফসি।

উদ্বোধনী বক্তব্যে সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। আগামী প্রজন্মকে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি অতীতের মতো বাগে জান্নাত মহল্লাবাসীর পাশে থেকে সকল ভালো কাছে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাগে জান্নাতবাসী প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার বিপদে আপদে বাগে জান্নাত মহল্লাবাসী সকল সময় পাশে ছিল। তিনি খেলাধুলার জন্য মাঠ রক্ষা এবং শিশু কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে সকল সহযোগীতার আশ্বাস প্রধান করেন। পঞ্চায়েত'র সাধারণ সম্পাদক রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ টুর্নামেন্ট'র সাফল্য কামনা করে অতীতের মতো সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

Islam's Group