News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কারাগারে শাহাজাহান মোল্লার মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:০৬ পিএম কারাগারে শাহাজাহান মোল্লার মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বিস্ফোরক ও জুয়া আইনে কারাবন্দী শাহজাহান মোল্লা (৪৭) মারা গেছেন। ১০ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহজাহান খানপুর ব্যাংক কলোনী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, বুধবার রাত পৌনে ১২টায় শাহজাহানের বুকে ব্যথা উঠে। একই সাথে বমি করছিলেন। তাৎক্ষনিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শাহজাহানের মৃত্যু হয়। পরে ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়। শাহজাহান মোল্লার নামে দুটি মামলা রয়েছে। একটি হলো নারায়ণগঞ্জ সদর থানার জুয়া আইনের ধারায় আরেকটি হলো সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনের মামলা। জুয়া আইনের মামলায় শাহজাহান জামিনে আছেন। বিস্ফোরক আইনের মামলায় তিনি বন্দি রয়েছেন।

Islam's Group