নারায়ণগঞ্জ শহর-বন্দর পারাপারের প্রধান খেয়াঘাট সেন্ট্রাল ঘাটে নৌকা পারাপার যাত্রীদের জন্য টোল চালু নিয়ে বিভাজন সৃষ্টি হয় জুলাই শুরুতে। এতে শহর-বন্দরবাসী অনুরোধে সেন্ট্রাল খেয়াঘাটের ইজারাদার দিদার খন্দকার নৌকায় পারাপার যাত্রীদের জন্য টোল মওকুফ করে দেন। এতে ইজারাদার দিদার খন্দকার বন্দরবাসী প্রশংসায় ভাসছেন।
৮ জুলাই বিকালে দিদার খন্দকারকে ফুলেল অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভয়েস অব বাংলা নারায়ণগঞ্জ পক্ষ থেকে রিপন খান, সাহেল বিন সোহেন, মেহেদী হাসান, মাসরফি, সাইফুল ও মুন্নি সহ নেতৃবৃন্দরা।
দিদার খন্দকার জানান, বিআইডব্লিউটিএ নিয়ম অনুযায়ী ১ জুলাই থেকে সেন্ট্রাল খেয়াঘাট প্রক্রিয়া চলমান করা হয়। যার প্রেক্ষিতে শহর ও বন্দরবাসী নৌকা পারাপার যাত্রীদের টোল আদায় বন্ধের আহবান জানান। শিক্ষার্থী ও প্রশাসনের সেই আহবানকে স্বাগত জানিয়ে নৌকায় পারাপার যাত্রীদের কাছ থেকে টোল বন্ধ করা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান টোল বন্ধের নিদের্শনা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :