News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

৫ পদ না পেলে প্যানেল দিবে জামায়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:২৮ পিএম ৫ পদ না পেলে প্যানেল দিবে জামায়াত

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জামায়াত ইসলামীর আইনজীবীরা। বিগত বছর ১৭টি পদের মধ্যে ৩টি পদে জামায়াত ইসলামীকে মনোনীত করা হয়। তবে এবারের নির্বাচনে জামায়াত ইসলামী বড় দাবি করায় এখনো বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি। জামাতের আইনজীবীরা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবীদের সূত্রে জানাগেছে, আগামী ৭ আগস্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নির্ধারিত হবে নির্বাচন কমিশন, আপিল বোর্ড ও নির্বাচনের দিন তারিখ। বার্ষিক সাধারণ সভা অনুযায়ী একই মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদের মধ্যে একটি গুরুত্বপুর্ণ পদসহ ৫টি পদের দাবি করেছেন জামায়াতের আইনজীবীরা। জামায়াতের এমন কঠিন শর্ত মানতে নারাজ বিএনপি। যদিও বিগত আওয়ামীলীগ সরকার আমলে বিএনপির সঙ্গে সমঝোতা করেই নির্বাচনে অংশগ্রহণ করতো জামায়াত। কিন্তু এবার তারা বিএনপির কাছে বড় দাবি তুলেছেন।

সূত্র বলছে, ইতিমধ্যে জামায়াতের দাবি দাওয়া নিয়ে বিএনপির সিনিয়র আইনজীবীদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে জামায়াতের আইনজীবীদের। কিন্তু জামাত তাদের দাবিতে অটুট থাকায় কোনো সমঝোতা হয়নি। জামাতের সাফ কথা- দাবিমতে শীর্ষ ৫টি পদে জামায়াতের প্রার্থী দিতে হবে, নতুবা জামায়াত নির্বাচনে এককভাবে প্যানেল নিয়ে অংশগ্রহণ করবে। জামায়াত যে দাবি তুলেছে সেটা বিএনপি মানবে না তা জামায়াত ভাল করেই জানেন। এবার জামাতের মুল টার্গেট নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করা।

জামায়াত ইসলামীর সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাঈন উদ্দীন মিয়া গণমাধ্যম কর্মীদের কাছে জানিয়েছেন, আইনজীবী সমিতির নির্বাচনে এবার জামায়াত ইসলামী প‚র্ণ প্যানেল নিয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

অনেকেই জানিয়েছেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাফিজ মোল্লাকে সভাপতি ও মাঈন উদ্দীন মিয়াকে সাধারণ সম্পাদক পদে রেখে জামায়াত ইতিমধ্যে খসড়া প্যানেল তৈরিও করে ফেলেছেন।

অন্যদিকে বিএনপিতে দুটি গ্রুপ প্রকাশ্যে এসেছে। বিএনপিতেও হতে যাচ্ছে দুটি প্যানেল সেটাও প্রায় নিশ্চিত। যেখানে মূল প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকছেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি সরকার হুমায়ুন কবির ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের মধ্যে যেকোনো একজনকে মনোনিত করা হতে পারে। অন্যদিকে বিদ্রোহী প্যানেলে আগে থেকেই সভাপতি পদে রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক পদে এসএম গালিবের নাম চূড়ান্ত। এই প্যানেলকে সমর্থন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন। আর মূল প্যানেলের সমর্থনে আছেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।

Islam's Group