News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

একমাত্র মৃত্যু আমাকে নির্বাচন থেকে ঠেকাতে পারবে : নয়ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৮:৪৯ পিএম একমাত্র মৃত্যু আমাকে নির্বাচন থেকে ঠেকাতে পারবে : নয়ন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বদ্বীতার করার ব্যাপারে বদ্ধপরিকর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন। যিনি বিগত সময়ে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই সাথে বিভিন্ন সময় বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি এবার যে কোনো উপায়েই হোক আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিবেন। একমাত্র মৃত্যুই তাকে ঠেকাতে পারবে জানিয়েছেন একেএম ওমর ফারুক নয়ন।

সূত্র বলছে, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আর এই সভায় নির্বাচন কমিশনার ঘোষণা করা সহ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেই সাথে আইনজীবী সমিতির নির্বাচনকে নিরপেক্ষ করার লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রধান দাবী হচ্ছে আইনজীবীদের। সেই সাথে আইনজীবী সমিতির নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ নিয়ে আইনজীবীরা বেশ তৎপর রয়েছেন।

আর এবারের নির্বাচনে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন। যিনি বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে একজন সক্রিয় আইনজীবী হিসেবে পরিচিত। বিএনপির সকল কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকায় থাকতেন।

আদালতপাড়ায় বিএনপির কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন। তারপরও তিনি কর্মসূচি থেকে দূরে থাকেননি। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় সবসময় বিএনপির অবস্থান জানান দিয়েছেন। বর্তমানে আদালতপাড়ায় অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নের ভূমিকা সকলের মুখেই আলোচিত হচ্ছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলেই অনেক বার আইনজীবী সমিতির বিভিন্ন পদে আইনজীবীদের ভোটে নির্বাচিত হয়েছেন।

পাশাপাশি কঠিন সময়ে ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আইনজীবী হিসেবে লড়াই করে আলোচিত হয়েছিলেন। বর্তমানে সেই মামলায় মামুনুল হক খালাস পেয়েছেন।

অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, এবার নির্বাচন থেকে আমাকে কেউ ঠেকাতে পারবে না। যত বাধাই আসুক আমি নির্বাচন থেকে সড়বো না। দল কারো কাছে ইজারা দেওয়া হয়নি। যে খাইছে, তাকে আরো দাও। আর যে খায়নি, তাকে না খাইয়ে মেরে ফেলো। দল এমন বৈষম্যমূলক আচরণের কথা কোথাও বলেনি। গত ১৭ বছর আমরাই জীবন বাজি রেখে স্বৈরশাসক এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছি। মিছিল মিটিং এ সরব ছিলাম।

তিনি আরও বলেন, বহু অত্যাচার নির্যাতন ও জুলুম  সহ্য করেছি। সিনিয়র আইনজীবী ও বর্তমান ফোরামের আহবায়ক জাকির হোসেন সাহেব গ্রেফতার হয়ে কোর্টে আনলে ওকালত নামায় স্বাক্ষর করার মত কোন আইনজীবী ছিল না, তখন আমিই ওকালত নামায় স্বাক্ষর করেছি। অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা এবং সিদ্ধিকুর রহমানকে যখন চেম্বার থেকে ডিবি পুলিশ নিয়ে গিয়েছিলো তখন কেউ যাওয়ার সাহস পায়নি। আমিই সেদিন ছুটে গিয়েছিলাম। আমাকে এবার মূল্যায়ণ করতেই হবে।

এর আগে গত বছরের ২০ আগস্ট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো। আর এই তফসিল ঘোষণার পর এদিন দুপুরে জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থী বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা একসাথে আলোচনায় বসেছিলেন।

আলোচনায় সিদ্ধান্ত নেয়া হয়েছিলো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে যারা অংশগহণ করবেন পরের বছর তারা আর অংশগ্রহণ করতে পারবেন না।

সেদিন আদালতের অভিভাবকের ভূমিকায় থাকা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছিলেন, এ বছর যারা নির্বাচন করবেন পরের বছর তারা নির্বাচন করতে পারবেন না। আমি চাই আমাদের বারে যেন একসময় ১০ থেকে ৫ জন সভাপতি সেক্রেটারী থাকেন। আপনারা আমাকে বহুবার নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আর নির্বাচন করবো না।

এ বিষয়ে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, চলতি বছর যারা আইনজীবী সমিতির নেতৃত্বে রয়েছেন অঙ্গীকার অনুযায়ী তারা নির্বাচন করার সুযোগ পাবেন না। এ বছর আমাদেরকে সুযোগ দিতে হবে।

Islam's Group