আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতিকের মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তাদের মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মিনার প্রতিকের মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা মাওলানা বদরুল আলম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মিনার প্রতিকের মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের সহ সভাপতি মাওলানা আইয়ুব, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মিনার প্রতিকের মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মিনার প্রতিকের মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবু সায়েম খালেদ এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মিনার প্রতিকের মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা জাকির হোসাইন কাসেমী।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, আরো একটি বিপ্লব হবে অন্যায়ের খতম এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য। তারই ধারাবাহিকতকায় আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছি।
আপনার মতামত লিখুন :