নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রহমান রনি বলেন, ভারি বৃষ্টি হলেই ফতুল্লা ডিএনডির বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতি বছরই আমরা আশায় থাকি হয়তো আগামী বছর ভোগান্তির অবসান হবে। কিন্তু বাস্তবতা হল ফতুল্লা ডিএনডি এলাকায় ভোগান্তির অবসান হয় না। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় ছোট ছোট শিক্ষার্থীরা। কোনো সড়ক যখন বৃষ্টির পানিতে তলিয়ে যায় তখন কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় গর্ত তা বোঝার কোনো উপায় থাকে না। এক মুহূর্তের অসতর্কতায় ভয়াবহ বিপদে পড়তে হয়। এসব মেনে নিয়েই শিশুরা স্কুলে যায়। বাসায় ফিরে আসে। তাই আমি ফতুল্লা ডিএনডিবাসীর ভোগান্তির কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেকু লাগিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিএনডি এলাকায় জলাবদ্ধতায় গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ফতুল্লার ডিএনডি বাধের ভেতরের এলাকার প্রায় ২০টি গ্রামের সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।
শনিবার (৯ আগস্ট) ফতুল্লা ডিএনডি এলাকায় পরিদর্শনে এসে দেখেন পানি নিষ্কাশনে বিভিন্ন খাল দখল হয়ে থাকা অবস্থায় রয়েছে এসব খাল উদ্ধারসহ পরিষ্কারের ব্যবস্থা নিবেন বলে এসব কথা জানান।
তিনি আরো জানান, আশা করি দুর্ভোগের শিকার সাধারণ মানুষ জলাবদ্ধতার এই দুর্দশা থেকে রক্ষা পাবে। বিগত দিনে এই জলাবদ্ধতা নিয়ে প্রায় ১৭টি বছর রাজনীতি করেছে সাবেক সরকারের জনপ্রতিনিধিরা তাদের ফলশ্রুতিতে জলাবদ্ধতার কোন স্থায়ী সমাধান হয়নি। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হলে জলাবদ্ধতার কারণ নির্ণয় করে সমাধানের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। না হয় কিছুদিন পরপরই এ জলাবদ্ধতা দেখা দেবে। ডিএনডি এলাকার প্রায় ১০ লাখ মানুষের এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে কথা বলে সমন্বয় করব। এর আগে ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পের বাইরে রয়ে গেছে ডিএনডির নীচু এলাকার বিশাল অংশ, আর খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এর সুফলও পাওয়া যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :