News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বৈষম্যবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৬:৪৪ পিএম বৈষম্যবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মোল্লা স্বপনকে বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ আগস্ট) রাতে (নাসিক) ৩নং ওয়ার্ড হতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত সেচ্ছাসেবক দল নেতা ওই ওয়ার্ডের নিমাইকাশারী বাগমারা এলাকার কুদ্দুস মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচার সরকারের আমলে স্বপন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদলের ঘনিষ্ঠ সহযোগী ছিল। তার বিরুদ্ধে মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু জানান, স্বপন গ্রেফতারের খবরে আমি অবগত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকা এবং সেচ্ছাসেবক দলের সদস্য হওয়ার প্রশ্নে তিনি বলে, স্বপন ২০১৮ সালে আমাদের সঙ্গে ছাত্রদল করেছিল। এরপর মাঝখানে রাজনীতি থেকে বিরত ছিল। পরবর্তীতে যখন থানা আহ্বায়ক কমিটি গঠন হয় সে আমাদের সঙ্গে যোগাযোগ করায় পদ দেওয়া হয়েছে। গ্রেফতাের পর অনেকে বলছে সে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিল, কিন্তু আমরা এখনো তেমন তথ্য পাইনি। খোঁজ নিচ্ছি। যদি এমন কিছু পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন। স্বপনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ চার মামলার পাশাপাশি মাদক সংশ্লিষ্ট তথ্য রয়েছে। সে কোন দলের রাজনীতি করে সেটা মূখ্য বিষয় না। তাকে আদালতে পাঠানো হবে।

Islam's Group