News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

জামিনে মুক্ত বজলু, ক্ষুব্ধ মুকুল অনুসারীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪৬ পিএম জামিনে মুক্ত বজলু, ক্ষুব্ধ মুকুল অনুসারীরা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার নারায়ণগঞ্জ আদালত থেকে জামিনে মুক্তি পান অভিযুক্ত আসামীরা। জামিনে বেরিয়ে ফটোসেশন করে সেই ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন হামলার শিকার হওয়া আতাউর রহমান মুকুলের অনুসারীরা।

খোঁজ নিয়ে জানা যান, গত ২৯ জুন বন্দরের হরিপুরে টেন্ডার নিয়ে বিরোধে হামলা চালানো হয় আতাউর রহমান মুকুলের উপর। বিবস্ত্র করে লাঞ্ছিত করা হয় প্রবীন এই নেতাকে। এই ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামী করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান সহ তার অনুসারীদের। ঘটনার পর একজন আসামীকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযান বা গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের নিস্ক্রিয়তা ও জামিনে বেরিয়ে আসার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মুকুল অনুসারীরা।

সূত্র বলছে, ‘আতাউর রহমান মুকুল একটি টেন্ডারের ওয়ার্ক অর্ডার সিগনেচার করতে গেলে তার উপর হামলা চালায় বজলু ও তার লোকজন। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে লাঞ্ছিত করা হয়। ভেঙ্গে ফেলা হয় পা। ঘটনার পর আইনের আশ্রয় নেন মুকুল। একাধিকবার আসামীদের ধরতে পুলিশকে অনুরোধ করা হলেও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেননি ভুক্তভোগীরা। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকেই ঘুরে বেড়াতে থাকেন তারা।

শুধু তাই নয়। ঘটনার বিচারের দাবীতে ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মুকুলের অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রেখেছিলো। সেসময় পুলিশ তার অনুসারীদের আশ্বাস দিয়ে সড়ক মুক্ত করলেও আশ্বাস বাস্তবায়ন করতে পারেনি। ঘটনার পর জামায়াত, ইসলামী আন্দোলন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে দেখতে যান এবং তার প্রতি সহানূভুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৯ জুন টেন্ডার নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে (৬৮) লাঞ্ছিত করে সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তার অনুসারীরা। ঘটনার আগে থানায় জিডি করে রাখলেও পুলিশের সামনেই তাকে বিবস্ত্র করে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ বজলুর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে আনলেও তাদের সাথে ঘটনার সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেয়া হয়। ঘটনার প্রায় আড়াই মাস পর জামিন পেয়েছেন বজলু ও তার অনুসারীরা।

Islam's Group